
মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রূপনগর আবাসিক এলাকার প্রধান সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এসময় পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকদের একটি গ্রুপ আশেপাশে বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে এনে আন্দোলনে সামিল করছে। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় আতঙ্কে আশেপাশের দোকানিরা দোকানপাট বন্ধ করে দেন।
এ নিয়ে টানা তিনদিন ধরে মিরপুরে চলছে শ্রমিক আন্দোলন। গত দুইদিন ওই এলাকার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এবং মনিপুর স্কুলের রূপনগর শাখা এবং তানজিমুল উম্মাহ মাদরাসার মিরপুর শাখা, ইংলিশ মিডিয়াম স্কুল প্রিমিয়ারের শাখাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় অবস্থিত হওয়ায় অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
ডিআই/এসকে