ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

দুই নম্বর নেতায় দেশ কখনো এক নম্বর হবে না, হতে পারে না-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

কুড়িগ্রামের উলিপুরে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মান্দার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না।

দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর নেতায় দেশ কখনো এক নম্বর হবে না, হতে পারে না। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হেলিপ্যাড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
মুফতি ফয়জুল করীম  বলেন, ‘বাজেট করে এক শ টাকার, গ্রামে পৌঁছায় দশ টাকা। নব্বই টাকা চুরি, এ কথা আমার না, এ কথা সরকারের এক মন্ত্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অথর্ব নির্বাচন কমিশন বাতিল ও জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘সরকার আজ বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে ভাবছে বিজয় হয়ে গেছে। নিরস্ত্র মানুষের সঙ্গে অস্ত্র দিয়ে যুদ্ধ করে বিজয় হলে সেটাকে কাপুরুষ বলা হয়। যদি আপনারা যুদ্ধ করতে চান, সরকারের কাছে যত অস্ত্র আছে তার অর্ধেক পরিমাণ অস্ত্র পাবলিকের কাছে দিয়ে তারপর যুদ্ধে নামেন। তারপর দেখা যাবে কার কাছে কত শক্তি আছে।

’ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘আপনি অস্ত্র দিয়ে নিরস্ত্র মানুষকে গুলি করবেন। আর ভাবছেন বিজয় গ্রহণ করছেন। না, সমস্যা আরও বৃদ্ধি করেছেন। এই দিন দিন নয়। এক মাঘে শীত যায় না। সামনে আরও বড় শীত আসতেছে। সেই দিন কম্বলও পাবেন না, লেপও পাবেন না। সেই সময় আসছে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করতে হবে, দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, কেয়ারটেকার সরকার বুঝি না। একটি নিরপেক্ষ নির্বাচন চাই জাতীয় সরকারের অধীনে। আপনি চৌদ্দর নির্বাচন, আঠারোর নির্বাচনের মতো চব্বিশ সালের নির্বাচন করবেন, তা হবে না।

বাংলাদেশের জনগণ প্রহসনের নির্বাচন, চুরি ও ডাকাতির নির্বাচন গ্রহণ করবে না।’ এ সময় তিনি সমাবেশে উপস্থিত সবাইকে আগামী ৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের উলিপুর থানা শাখার সভাপতি এস এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডা. আক্কাছ আলী সরকার, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, সহসভাপতি আব্দুল বাতেন সরকার, উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুনঃ