
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে১৭ এপ্রিল বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, যুগ্ম সম্পাদক তোফয়েল আলী রুবেল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদার,আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ,সরকারী হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,শরীফপুর ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী,ইউপি সদস্য শামীম,ইউপি সদস্য ইকবাল,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসেম,সমাজসেবা কর্মকর্তা রাফিউদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।