
ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সহ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়।
এর পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
আর ও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, আওয়ামী লীগ নেতা মোঃ আবু নাঈম, মুক্তিযোদ্বা আবু ফয়েজ শাহ নেওয়াজ, প্রমূখ।
এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। হয়।