
জামালপুরের মেলান্দহে অটো চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন লেবু মিয়া( ৩১),সবুজ মিয়া (২২)।গ্রেফতার কৃতদের বাড়ি হাজরাবাড়ি পৌরসভার বাহ্মনপাড়া গ্রামে।
মামলার বিবরনে জানা যায়,ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের মিজানুর রহমান মঙ্গলবার সকালে মানকি সকাল বাজারে রাস্তার পাশে মিশুক অটো রেখে বাজার করতে যান।সেখান থেকে গাড়িটা চোরচক্রের সদস্যরা নিয়ে পালিয়ে যান।খোঁজাখুজির এক পর্যায়ে অটো মালিক জানতে পারেন হাজরাবাড়ি আমতলা বাজারে অটো বিক্রির প্রস্তুতি নিচ্ছে। মালিকের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের ৪ জন পালিয়ে যায়। এ সময় ২ জনকে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। অটো চুরির ঘটনায় আটককৃত ২ জনসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে সহ আসামি করে মামলা করেন অটো মালিক মিজানুর রহমান। মামলার অপর আসামি হলেন মারুফ (২৮)। সে বাহ্মনপাড়া এলাকার জহুরুলের ছেলে ও হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মেলান্দহ থানার উপ পরিদর্শক মাসুদ রানা বলেন,অটো চুরির মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।