ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রামগড়ের এক চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল

খাগড়াছড়ি চার উপজেলায় থাকলো ৪০ প্রার্থী

নুরুল আলম:: মনোনয়ন যাছাই-বাছাই এর দিনে রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে কংজ অং মারমা নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মামলা সংক্রান্ত জটিলতা থাকায় তার এই মনোনয়ন বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।

তিনি বলেন, অনলাইনে প্রার্থীরা এবার আবেদন করেছে। আবেদনের মধ্যে ৪ উপজেলায় চেয়ারম্যান পদে রামগড় উপজেলায় কংজ অং মারমা নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গন্য হয়। তার মামলা জটিলতা রয়েছে। কোন প্রার্থী বাধ পড়লে জেলা প্রশাসক বরাবর আপিল করে যথাযথ কাগজপত্র জমা দিয়ে প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,মো. আব্দুল কাদের থাকছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. উমর ফারুক, মো. মোবারক হোসেন, মো. শামসুদ্দিন মিলন, মো. আনোয়ার ফারুক ও মো. নুরুল আমিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার ও নাছিমা আহসান মিলা থাকছে।

লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে-বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা,নীল বর্ণ চাকমা, রতন বিকাশ চাকমা,চাথোয়ং মারমা ও হরি মোহন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা ও রাজেন্দ্র চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুচিং মারমা, সাগরিকা চাকমা ও অয়ক্রোইপ্রু মারমা।

মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে- বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. রহিছ উদ্দিন ও আবুল কাশেম ভূঁইয়া মনোনয়ন জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে, মো. জালাল মিয়া, মো. দেলোয়ার হোসেন, অনি রঞ্জন ত্রিপুরা ও মো. আলী হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা বেগম, মনোয়ারা বেগম ও মোছা. আমেনা বেগম।

মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,রফিকুল ইসলাম ও আব্দুল হামিদ। ভাইস চেয়ারম্যান পদে মো. জাহিদুল আলম মাসুদ,সামায়ুন ফরাজি সামু, চলাপ্রু মারমা নিলয় ও মোক্তাদির হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা আক্তার ও নূর জাহান আফরিন লাকীর যাছাই-বাছাইয়ে মনোনয়ন বৈধ বলে গন্য হয়েছে।

এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার চার উপজেলার মনোনয়নপত্র গত (১৫ এপ্রিল ২০২৪) দাখিল করে। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন পত্র জমা দিলেও এক জনের মনোনয়ন বাতিল হওয়ায় রইলো বাকি ১৫ জন। ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন পত্র বৈধ।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, আজ ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই, ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুনঃ