
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যমানের ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মো. আঃ সামাদ (৩০) ও মো. রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শংকরদিয়া গ্রামে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আজ ভোররাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ১৬০ বোতল ফেনসিডিলসহ ওই ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে