
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মোঃ বিল্লাল ভূইয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ।
এ উপলক্ষে(১৬ এপ্রিল) মঙ্গলবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিপত কার্য্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। এ সময় শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন
চৌধুরী, বিশিশ্ট সমাজ সেবক মো: হেবজু ভুইয়া,,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাউল,মহিলা আওয়ামীলীগের সাধারন জোসনা চৌধুরী, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক জহির সিকদার,খোকন মিয়া, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মীর্জা আব্বাস, শরীফপুর ইউপি সদস্য আঃ রউফ, সাবেক সদস্য মো: ফিরোজ মিয়া,ইউপি সদস্য মোঃ মাখন, ইউপি সদস্য শফিউল্লাহ,তরুণ ব্যবসায়ী মোঃ আলামিন মোল্লা, তরুন ব্যবসায়ী উবায়দুল হক সূচিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শুভেচ্ছা বিনিময়ের সময় উভয়ে একে অপরকে জড়িয়ে কোলাকোলি করে হৃদয়ের বন্ধনে আবদ্ব হন।