
কুড়িগ্রাম জেলা পুলিশের ৩ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান।
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যকে মঙ্গলবার ( ১৬ এপ্রিল) সকালে তাদের র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন:
এএসআই (সশস্ত্র) মাহফুজা, এএসআই (সশস্ত্র) পলি রানী রায় ও এএসআই (সশস্ত্র) মো.রেজু খন্দকার।
পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা,নিষ্ঠা, কঠোর পরিশ্রম,সাহস ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম.ওহিদুন্নবী।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে