
বান্দরবান আলীকদমে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন, আলীকদম সদর ইউনিয়নের আলীমউদ্দিন পাড়ার বাসিন্দার, বর্তমান আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম। বাজার পাড়ার বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন, ১নং সদর ইউনিয়নের বাজার (মার্মা পাড়া) পাড়ার বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন , বাজার পাড়ার (কেন্দ্রীয় হরি মন্দির সংলগ্ন) বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ও বৃহত্তর চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক মহিলা সদস্য এবং নয়াপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি, ইয়াসমিন আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল (সোমবার) মনোনয়নপত্র জমার শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন’সহ মোট ৬ জনের মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং এর প্রথম ধাপের ১৫২ উপজেলাসহ এই উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।