
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। টহলরত পুলিশ বাহিনীর সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চলছে। অবরোধের নামে এসব হামলা করা হচ্ছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের কাবাডি লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এসব হামলা প্রতিরোধ করা হবে। এছাড়া ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতারের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
ডিআই/এসকে