
রাজশাহীর বাগমারায় দেশ মাতৃকার শুভ কল্যাণ, শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার রাত দশটা’য় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমরেড বিজন সরকার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫৫, বাগমারা-৪ আসনের এম.পি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৯, মান্দা-৪ আসনের এম.পি এস.এম ব্রুহানী সুলতান মামুদ গামা।
রাজশাহী বার এসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, উদ্বোধক ছিলেন, রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিরেন্দ্রনাথ সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কছিম উদ্দিন সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি ফণীভূষণ মন্ডল।
প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা। সার্বিক সহযোগীতায় ছিলেন হিরেন চন্দ্র উকিল।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শালজোড় সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মন্ডল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি মাষ্টার নিরেন্দ্রনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক ও শিক্ষক নিরাঞ্জন প্রামানিক। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুম্ভনাথ সরকার, মাষ্টার নীরেন্দ্রনাথ সরকার, প্রমুখ।
উক্ত লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠানে বাগমারা, মান্দা, মোহনপুর উপজেলা সহ আশপাশের সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূণ্যার্থীরা অংশ গ্রহণ করেন। সিসি ক্যামেরা পরিবেষ্টিত নিরাপত্তা বেস্টনি, সুন্দর, মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থীরা সন্তোষ্টি প্রকাশ করতে দেখা গেছে।