প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
কালিগঞ্জের বিষ্ণুপুর বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো,
সারাদেশে ন্যায় কালিগঞ্জের বিষ্ণুপুরে আ'ওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি, জামাত, কর্তৃক সন্ত্রাস,
নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিষ্ণুপুর শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৫ টায় বিষ্ণুপুর বাজার চত্বর আওয়ামী যুবলীগ কার্যালয়ের সম্মুখে, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ উপজেলা আ'ওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, বিশ্বজিৎ সরদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পী, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম মোড়ল, ৪নং ওয়ার্ড আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ,২নং ওয়ার্ড আ' লীগের সভাপতি অমর চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসেম আলী, কৃষ্ণনগর ইউনিয়ন যুগ্ন আহবায় রাশিদুল ইসলাম, ৪নংওয়ার্ড যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ৪নং দঃ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায় আয়ুব আলী, আহ্বায়ক গোতাম মন্ডল, চম্পাফুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আঃ রশিদ, যুগ্ন আহবায় আব্বাজ আলী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসার মোড়ল, জাকির হোসেন, সহ ইউনিয়ন আ'ওয়ামী যুবলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.