প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ
যশোরের মণিরামপুরে অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: বাড়তি দামে আলু বিক্রি করায় যশোরের মণিরামপুর বাজারের তিন আড়ত মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান অভিযান চালিয়ে তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, বাজার তদারকির সময় দেখা গেছে মণিরামপুর কাঁচা বাজারের আড়ত মালিকেরা সরকার নির্ধারিত আলুর দাম ৩৬ টাকার পরিবর্তে ৪৫ টাকা বিক্রি করছেন। এ ছাড়া তাঁরা যেসব স্থান থেকে আলু ক্রয় করছেন তার কোনো রসিদ দেখাতে পারেননি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব কারণে ভাই ভাই ভান্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডারের মালিক হানিফ আলী ও মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.