
আনন্দ ঈদ উৎসব ও শুভ বাংলা নববর্ষ ফিরে এসেছে ‘হে বৈশাখ-১৪৩১’ নতুন বার্তা নিয়ে বাঙালীর হৃদয়ের দ্বারে দ্বারে
বাংলার আনন্দ উৎসবে ঈদ পুণর্মিলন এবং বর্ষবরণ উপলক্ষ্যে মানবাধিকার সভা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ( Bangladesh human Rights)’র আয়োজনে ১৪ এপ্রিল রবিবার রাতে পটুয়াখালীর সরকারি কলেজ রোডে অবস্হিত পায়রা ভবনে এ ঈদ পুণর্মিলন ও বর্ষবরণ উপলক্ষ্যে মানবাধিকার সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাড,হারুন অর রশিদ’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড, খন্দকার আবদুল হাই।
এসময় সাংবাদিক ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী পৌর শাখার সভাপতি এ্যাড, মাহমুদুল হাসান, এ্যাড,মোঃ কামাল হোসেন, মাহফুজা ইসলাম মাহিনুর আক্তার লাকী, কামরুন্নাহার জেসমিন, কবি রাশিদুল রাশেদ ও জাহানারা বেগম।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।