
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সকাল থেকেই বরণ করে নিচ্ছে তাদের সংস্কৃতির বৃহত্তম উৎসব “পহেলা বৈশাখ-১৪৩১ বঙ্গাব্দ তবে পবিত্র ঈদের আনন্দের সাথে অন্যান্য বছরের তুলানায় এবারের আয়োজন ছিল বড় পরিসরে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টা সরাইল উপজেলা প্রশাসন চত্বরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে বরণ করে নেয় উপজেলাবাসী।শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বর্তমান সময়ে বৈশাখী উৎসব এখন আর অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলার শহর ও গ্রাম গুলোতে ঘটা করে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসব পালন করা হয়। একে অন্যের মাঝে বাঙ্গালী খাবার বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনকে। বাংলা সালে প্রথম দিনটিকে বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয়।
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবা উল আলম ভূইঁয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাংসদ মোঃ মঈন উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ নইফা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম, সরাইল সরকারি কলেজ অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, সরাইল থানা এসআই মোঃ জয়নাল আবেদীন, সরাইল ত্রিতাল সংগীত এর পরিচালক সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,
উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আহমেদ তফছির,
আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল বিকাল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ হোসেন মিয়াসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।