
ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বাংলা ১৪৩১ সালে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রবিবার পুলিশ লাইনের ড্রিল সেডে,
আনিকা ফারহা রশিদ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বাহারী রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় আর ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মো:সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।