
বিস্ফোরক মামলা,পুলিশ হামলা এবং নাশকতার মামলাসহ তিন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম শাখাওয়াত হোসেন (৪৮)। শনিবার (১৩ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও জেলার সদরের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকা তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এটিইউ।
এটিইউ জানায়,শাখাওয়াত বিস্ফোরক দ্রব্যাদি আইন, পুলিশ অ্যাসল্ট ও নাশকতামূলক কর্মকাণ্ড মামলার ৩টি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জের তথ্যমতে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্যাদি আইন,পুলিশ অ্যাসল্ট ও নাশকতামূলক কর্মকাণ্ড মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন জামায়াতে ইসলামের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি চিরিরবন্দর জামায়াতে ইসলামের সেক্রেটারি এবং রুকন পদবীধারী। তিনি ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। এনজিও কর্মী হিসেবে তিনি বেশ কিছুদিন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি মোহাম্মদপুরে একটি ডেভেলপার কোম্পানিতে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এটিইউ এর রংপুর বিভাগীয় টিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতকে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে