
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণতা, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাতধরি। ” এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে ০১ লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। এনজিও শতফুল বাংলাদেশ এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ( ১৪ এপ্রিল/২০২৪) বাঙ্গালির নিজস্ব ঐতিহ্য, আনন্দ শোভাযাত্রা, পান্তা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শতফুল কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গল শোভাযাত্রার পূর্বে ফিতা কেটে বাংলা নববর্ষকে বরণ করেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শতফুল বাংলাদেশ এর স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা, এ্যাডভোকট সাঈদ মন্ডল, পরিচালক ( কার্যক্রম) হুমায়ুন কবির মুক্তা প্রমুখ।
পরে শতফুল সংগীত বিদ্যালয় এবং শতফুল স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রযোজনায় সংগীতের মাধ্যমে বাংলা নববর্ষকে অভিভাদন জানানো ও বরণ করে নেয়া হয়। বিকালে এনজিও শতফুলের সহযোগিতায়, শতফুল নাট্যগোষ্ঠীর পরিবেশনায় বিশেষ নাটক “সাত পাকে বাঁধা” মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।