জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট কালোবাজারী মো.মেহেদী হাসান(২২)'কে হাতেনাতে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তঃনগর ট্রেনের সর্বমোট ১৮টি আসনের ৭টি টিকেট উদ্দেশ্যে করা হয়েছে বলেও জানানো হয়।
রবিবার (১৪ এপ্রিল ) দুপুরে তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন,গতকাল শনিবার (১৩ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ কর্তৃক জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন চিহ্নিত ট্রেনের টিকিট কালোবাজারী মো. মেহেদী হাসান (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার নিকট থেকে বিভিন্ন তারিখের তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তঃনগর ট্রেনের সর্বমোট ১৮টি আসনের ৭টি টিকেট, কালোবাজারিতে ব্যবহৃত একটি মোবাইল সেট, ও টিকিট বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন,জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামি তার নিকট আত্মীয়-স্বজনের নাম,মোবাইল নাম্বার,ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার ব্যবহার করে তাদের নামে আইডি খুলে তাদের দিয়ে অনলাইনে টিকিট কেটে সেই টিকিট নিজে সংগ্রহ করে চড়া দামে যাত্রীদের নিকট কালোবাজারে বিক্রয় করত।
এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে