
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) বেলা ১ টায় উপজেলার মচমইল ডিগ্রি কলেজ পরিবারের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মচমইল ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল কালাম আযাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ডি.এম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম। তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ বেগম ।
সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবু সালেহ ফাত্তাহ, প্রভাষক আব্দুর রহমান, প্রভাষক খোরশেদ আলম, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ প্রমুখ।
সভায় উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান এবং এলাকার বিদ্যুৎসাহী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, মচমইল ডিগ্রি কলেজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের প্রভাষক আব্দুল মমিন প্রামানিক।