
ঈদের ছুটিতে সার্বিক নিরাপত্তায় লালবাগ ও কামরাঙ্গীরচর থানা পুলিশের তৎপরতা।
ঈদের ছুটিতে গ্রামে পাড়ি দিয়েছেন শহরের অনেক মানুষ। যার ফলে ঢাকা মহানগরী অনেকটাই ফাঁকা। এই সময় যাতে কেউ কোন নাশকতা,চুরি,ছিনতাই,কিশোর গ্যাং অপরাধ কিংবা কোনো অন্তর্ঘাতমূলক সহিংসতা করতে না পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের লালবাগ ও কামরাঙ্গীরচর থানা পুলিশ নানা ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
নিরাপত্তার স্বার্থে লালবাগ ও কামরাঙ্গীরচর থানা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে রয়েছে-নিরাপত্তা চেকপোস্ট কার্যক্রম,মোটরসাইকেল পেট্রোল (হোন্ডা মোবাইল),ফুট পেট্রোল,সারভেইল্যান্স,কেপিআইসহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনাসমূহে বিশেষ নিরাপত্তা,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে সমন্বয়মূলক নিরাপত্তা ব্যবস্থা।
লালবাগ থানা এলাকার বেড়িবাঁধ লোহার ব্রিজের বিপরীত পাশে,লালবাগ টাওয়ার বিজিবি সিনেমা হলের বিপরীত পাশে, বেবি আইসক্রিম মোড় ও কেল্লার মোড়ে নিরাপত্তা চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম চালাচ্ছে লালবাগ থানা পুলিশ। এছাড়াও,কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ,রনী মার্কেট,খোলামোড়া মোড়,কোম্পানিঘাট ও কুড়ারঘাট এলাকায়ও বসানো হয়েছে নিরাপত্তা চেকপোস্ট।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা বলেন,ঈদ উপলক্ষে পুলিশের দৈনন্দিন কাজের বাইরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চেকপোস্টকালীন দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল আরোহী,ক্যাপ ও মাস্ক পরিহিত অপরিচিত যুবক, কিশোর বা সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তল্লাশি করছে।
মো.ইমরান হোসেন মোল্লা আরো বলেন, চেকপোস্ট করার সময় প্রয়োজনে নিজের পরিচয় প্রদান ও কারণ জানতে চাইলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
ডিআই/এসকে