
পিরোজপুরের ইন্দুরকানীর অন্যতম জনগুরুত্বপূর্ণ বালিপাড়া-চৌকিদারহাট সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। এ সড়ক থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল। সড়কে খানাখন্দ থাকার কারণে প্রায়ই বালুর গর্তে গাড়ির চাকা আটকে যায়। স্থানীয় জনসাধারণ চরম ঝুঁকি নিয়ে চলতে হয়। বিশেষ করে বালিপাড়া বাজার থেকে মধ্য বালিপাড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং ধুলাবালির কারণে গত দু’বছর যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলার পরেও সড়কটির সংস্কার না হওয়ায় সমাজসেবক আব্দুল গণি শেখ তার নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্থানে খোয়া দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দিয়েছেন । এজন্য এলাকার জনসাধারণ তাকে ধন্যবাদ জানিয়েছেন।