
নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজাসহ পারভিন বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের চোরখালি এলাকা থেকে ওই নারীকে আটক করে পুলিশ। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত পারভীন বেগম কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত মফিজ আলীর মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নড়াগাতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নয়ন বিশ্বাস ও সঙ্গীয় নারী ফোর্সের সহোযোগিতায় কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পারভিন বেগম নামে ওই নারীকে গ্রেফতার করেন। এসময় ওই নারীর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে ওই নারীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।