
ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের ফুলবাড়ীতে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের পানি বের হওয়ার ক্যানেল থেকে সঞ্জিত রায় (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। সঞ্জিত রায় ফুলবাড়ী উপজেলার দুধিপুকুর গ্রামের খগেশ্বর রায়ের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর অব্দায় কাজ করত সঞ্জিত রায় (৩২)। কাজ না থাকায় কিছুদিন যাবত তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর সন্ধ্যায় উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যানেলে সঞ্জিত রায়কে ভাসতে দেখে স্থানীয়া তার বড়বোনের স্বামী তপন রায়কে খবর দেয়। তপন রায় সঞ্জিতকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সঞ্জিতের ভগ্নিপতি জানান, তিনি স্থানীয় ধাপের বাজার নামক স্থানে ছিলেন। সন্ধ্যায় খবর পান তার শ্যালক তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যানেলে পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি বলেন, ক্যানেলের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সারোয়ার হোসেন বলেন, হাসপাতালে আসার পূর্বেই সঞ্জিতের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।