
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে যাওয়া প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গুরুতর আহতাবস্থায় তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাকির হোসেন খসরু (৭৬) মারা যান। গত ৭ এপ্রিল নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ৭ এপ্রিল রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ আক্রমণ করে খসরুকে গালমন্দ করে এক দল দুর্বৃত্ত। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। পরে অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে লাইফ সাপোর্টে তিন দিন চিকিৎসার পর বুধবার তিনি মারা যান। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।