
ডেস্ক রিপোর্ট: নওগাঁর মান্দায় অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।
উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল উথরাইলের তালতলিতে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাণ হারানো তিনজন হলেন মান্দার ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের সারিকুল ইসলাম (১৮), আশিক (১৮) ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নিশাত (১৭)। আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে দারিয়াপুর গ্রামের নিশাত পাকুরিয়া গ্রামে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। ওই সময় সারিকুল ইসলাম, আশিক ও নিশাতসহ কয়েকজন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল উথরাইলের তালতলিতে বাংলা মদের সঙ্গে কিছু মিশিয়ে পান করেন। এতে বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক তিনজনের প্রাণহানির বিষয়টি জানিয়ে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলা মদ পানে বিষক্রিয়ায় এমনটা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আনন্দ কুমার বলেন,বিকেল সাড়ে পাঁচটায় যখন তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, তার আগেই মারা যায়। তারা অতিরিক্ত মদ পানের কারণেই মারা গেছেন।