
বিএনপির অবরোধের শুরু থেকেই নিরাপত্তা তৎপরতায় নরসিংদীর রায়পুরা থানার পুলিশ। অবরোধ চলাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান জানান,এই উপজেলায় যেন ছদ্মবেশে যাতে কেউ জনগণের জান মালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছেন রায়পুরা থানার পুলিশ।
গত ২৮ অক্টোবর সারাদেশ জুড়ে বিএনপি মূলত শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিলেও দিনের শুরু থেকে সহিংস হয়ে ওঠে অস্থির। সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক। অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল।তাই সহিংসতার ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন রায়পুরা থানা পুলিশ। অবরোধ চলাকালীন রায়পুরা উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আরো জানান,রায়পুরা উপজেলায় জনগণের জানমালের নিরাপত্তা স্বার্থে আমাদের পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন কোন জায়গায় নাশকতার সুযোগ নেই।