
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর একটি প্রাইভেটকারে আগুন লেগেছে।
ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা ১৬ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,তারা বিকেল ৫টা ১৬ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।
ওই গাড়িতে কীভাবে আগুন লেগেছে,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডিআই/এসকে