
রাজধানীর সদরঘাটে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন,ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ রশি ছিড়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়।
জানা যায়,দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।
ডিআই/এসকে