দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ১১এপ্রিল বৃহস্পতিবার জেলার ৫টি উপজেলায় স্ব,স্ব,এলাকার সময় অনুযায়ী ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এছাড়া সকাল ৮ ঘটিকায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নামাজ, জামাতের সহিত আদায় করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান। এছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যসহ মহল্লার মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখশান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।