
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধুর ফেস্টুনে ঈগল মার্কা সংযুক্ত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এক আওয়ামীলীগ নেতা ।
বুধবার (১০ এপ্রিল) রাতে আসন্ন ঈদ উপলক্ষে ৩ নং বহরা ইউপি চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেস্টুনে নৌকার ছবির পরিবর্তে ঈগলের ছবি সংযুক্ত করে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিজ্ঞাপন আপলোড দিয়েছেন । ফলে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে অবমাননা করায় দলীয় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন ।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত বলেন, আলাউদ্দিন চেয়ারম্যান নামধারী আওয়ামীলীগ, তার কাজই হল আওয়ামী লীগ বিরোধী , এক কথায় সে পদধারী সুবিধাবাদী আওয়ামী লীগ ।
বহরা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান আরিফ বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে মার্কা হলো নৌকা , কিন্তু সে আওয়ামী লীগের পরিচয় দিয়া বেইমানি করে বঙ্গবন্ধুর আদর্শের মার্কার প্রতি যে অবমাননা করছেন তা বঙ্গবন্ধুর আদর্শের সুস্পষ্ট লঙ্ঘন । তাই আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে ধিক্কার জানাই ।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন , বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ফেস্টুনে ঈগলের ছবি দিয়ে সে কাজটি ঠিক করেনি । আমরা বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখব ।বঙ্গবন্ধু পরিবারের ফেস্টুনে ঈগল মার্কা সংযুক্ত করার কারণ জানতে চাইলে, ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বলেন, অপ-রাজনীতিকে সরিয়ে ঈগলে ভোট দিয়েছি , এছাড়া বঙ্গবন্ধুর ফেস্টুনে ঈগলের ছবি থাকলে সমস্যা নেই । যেহেতু ফেষ্টুন বানিয়ে ফেলেছি আর কিছু করার নেই ।