নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের বড়দেইল স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র শতাধিক রোজাদারদের মধ্যে ঈদ সামগ্রী
বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১০ শে এপ্রিল (রোজ বুধবার) ৫টার সময়
উপজেলার বুড়িরচর ইউনিয়ন বড়দেইল হাজির বাজার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের পরিচালক মোঃ হেলাল উদ্দিন নোমান, সংগঠনের সভাপতি, মোঃ রফিকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মোঃ জামশেদুল ইসলাম, এছাড়াও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, মোঃ সুলতান, শামছুদ্দিন,মুসলেহ উদ্দিন জহির, আতিকুল ইসলাম বাদল, উপস্থিত ছিলেন, সংগঠনের উপপরিচালক সহ সদস্য, শুভাকাঙ্ক্ষীরা।
ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে বক্তারা
উক্ত সংগঠনের আরো বেশি সফলতা কামনা করে বলেন, ভবিষ্যতে উক্ত সংগঠন হাতিয়ার সকল গরীব অসহায় মানুষদের পাশে গিয়ে দাড়াবে এমনটাই প্রত্যাশা। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন।