
মোটরসাইকেল ও অটো স্ট্যান্ড থেকে চাঁদার টাকা তোলার প্রতিবাদ করায় মারধর করা হয়েছে চরকজাল লঞ্চঘাটের লেবার সর্দার মো. নাসির উদ্দিনকে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চরকাল লঞ্চঘাটে। স্থানীয় সূত্র জানায়, চরকাজল লঞ্চঘাটে দীর্ঘদিন পর্যন্ত মোটরসাইকেল ও অটো স্ট্যান্ডের ড্রাইভারদের কাছ থেকে টোকেনের মাধ্যমে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে বেল্লাল হাওলাদারের নেতৃত্বে বাদল হাওলাদার, সাহিদ হাওলাদার, শাহিন
মোল্লা, হাছান হাওলাদার ও সাইমুন। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০ টার সময় চরকাজল লঞ্চঘাটের কুলির সর্দার নাসির উদ্দিন চাঁদার টাকা না তোলার জন্য প্রতিবাদ করলে তাকেসহ সাগর হাওলাদার-২৭, মিরাজ হাওলাদার-২৫, জাহাঙ্গীর হাওলাদার-৪২ পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম বলেন, মারপিটের ঘটনার কথা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।