
সামাজিক সংগঠন তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বাগমারার নিভৃত পল্লী আউচকুঁড়িতে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেহেদী উৎসব। ইদের আনন্দ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে এবং আগামীর সহমর্মিতা-সহযোগিতাপূর্ন প্রজন্ম গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। গত ০৯ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় শুরু হয়ে উৎসব চলে ইফতারের পূর্ব পর্যন্ত। সেরা পাঁচজন মেহেদী ডিজাইনার শিশুর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। উৎসবের এক ফাঁকে ছোট্ট একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তালপত্র ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ।আউচকুঁড়ি গ্রামের তরুণ এবং তালপত্র ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন- এমন আয়োজন আমাদের গ্রামে এই প্রথম। বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের সহ সভাপতি হাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হয়। এই আয়োজন আমাদের সেই শিক্ষা টুকুই দেয়। আগামীতে তালপত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জি: লালচান প্রামাণিক।
অনুষ্ঠানের সঞ্চালক এবং তালপত্র ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন জায়গায় মেহেদী উৎসবের আয়োজন করেন তাঁরা। এই আয়োজন শিশুদের মানসিক বিকাশ, বাস্তবিক যোগাযোগ বৃদ্ধি ও সমাজের অন্যান্য মানুষের সাথে কাজ করার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। মোবাইল-ইন্টারনেট, কম্পিউটার গেইম এবং মাদকের আগ্রাসনে যেন শিশুরা তাদের পথ হারিয়ে না ফেলে সেজন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।