
ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশি, আর সে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও ঢাকা মহনগর উত্তর সিটি করপোরেশন এর ৫৪ নং ওয়ার্ড তুরাগ থানা বাসীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,৫৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান সাগর। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান সাগর বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এমনটাই আমার প্রানের চাওয়া।
সৎ সাহসী, মেধাবী, নীতিবান, ও মানবিক যুবলীগ নেতা আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।