
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
রোববার উপজেলার পোড়াগাছা ইউনিয়ন আজাদনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্হল থেকে এক পারভেজ নামে এক পিকেটারকে আটক করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, নাজমুল হোসেন (এসআই), আবদুল মান্নান (এএসআই)।
এ ঘটনায় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সকালে রামগতি-নোয়াখালীর সোনাপুর সড়কে কয়েকজন পিকেটার রাস্তা অবরোধ করে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের দুজন সদস্য।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।