
অভিনব কৌশলে পিকআপের পেছনে বিশেষভাবে বানানো বক্সের ভেতর করে বহনকালে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটককৃতরা হলো,নাজিম উদ্দিন (৩৬),সাদ্দাম হোসেন ওরফে আবু সাঈদ (৩৬) ও জামাল হোসেন ওরফে বাতেন (৩৭)।
বুধবার (১০ এপ্রিল) ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ১২ লাখ টাকা।
বুধবার ( ১০ এপ্রিল ) এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে.সোহেল।
তিনি জানান,আটকরা পেশাদার মাদক কারবারি। তারা গ্রেফতার এড়াতে মাদক বহনের জন্যই জব্দ করা পিকআপটি বিশেষভাবে প্রস্তুত করেন।
দীর্ঘদিন ধরে তারা অভিনব এই কৌশলে মাদক বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে