
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউপির মাধবখালী দারুল উলুম কারিমিয়া মাদ্রাসা টি ঝড়ের কবলে পড়ে নিচিহৃ হয়ে গেছে। জানা গেছে, ৭ এপ্রিল রবিবার আনুমানিক সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে উক্ত মাদ্রাসা টি লন্ড ভন্ড হয়ে যায়। ফলে উক্ত মাদ্রাসায় আদৌ লেখা পড়া হবে কি হবে না এ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক বৃন্দ,শিক্ষার্থীগন ও অভিভাবক বৃন্দরা দুঃচিন্তায় ভুগতেছেন। এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক কারী মোঃ জহিরুল ইসলাম গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মাধবখালী দারুল উলুম মাদ্রাসা টি গড়ে তুলে ছিলেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের বন্ধের আগে ভালোভাবেই ছাত্র-ছাত্রীদের লেখা পড়া চলতে ছিল কিন্তু ৭ এপ্রিল রবিবার সকালে ঝড়ের কবলে পড়ে এ মাদ্রাসা টি নিচিহৃ হয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ দানশীল ব্যক্তি বর্গদের কাছে উক্ত মাদ্রাসা টি পুনঃরায় গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা চেয়েছেন।