পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন সহ বদরপুর দরবার শরীফ জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বুধবার সকাল ৯ টায় উক্ত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় এ মসজিদের খতিব মাওলানা আবদুল গণি ঈদের নামাজ পড়ান। উক্ত মসজিদ ও বদপুর দরবার শরীফের খাদেম মোঃ জুলফিকার গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও যথা সময়ে বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।