
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সংগঠন অদম্য ৯৭ এর বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(০৯ এপ্রিল) এপ্রিল আসর নামাজ বাদ পৌর শহরের সংগঠনের কার্যালয় ১৯৯৭ ইং সনের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া বন্ধুদের উপস্থিতিতে মৃত এবং অসুস্থ বন্ধুদের জন্য এবং তাদের পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মালেক।
কলাপাড়া অদম্য ৯৭ ব্যাচের সদস্য আবুল হাসানাত রিমন জানান, ২৭ বছর ধরে বন্ধুত্বের বন্ধনে আমরা অটুট আছি। আমাদের মধ্যে কিছু সদস্য মৃত্যুবরণ করেছেন, কেউবা অসুস্থ রয়েছেন। প্রতিবছর রমজানের একটা নির্দিষ্ট দিনে আমরা তাদের জন্য দোয়া করে থাকি। তিনি আরো জানান,বন্ধুত্বের এ বন্ধন টিকিয়ে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে যাব আমরা।