
কিশোরগঞ্জের নিকলীতে ফ্রেন্ডস ক্লাব- ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের ২৪ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সংগঠনের নেতৃবৃন্দ নিকলী উপজেলা সদরে বারিস্তা কিচেন রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ২৪ বছর আগে নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচের শিক্ষার্থীরা এ ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিল। অনুষ্ঠান শেষে এ ক্লাবের নতুন পরিচালনা কমিটি নতুন করে নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয় এই ক্লাবে বারবার নির্বাচিত সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ আবারও সভাপতি পদে নিযুক্ত হন। উল্লেখ্য কারার শাহরিয়ার আহমেদ তুলিপ নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান নবনির্বাচিত মোবারক হোসেন।