
রাজশাহীর বাগমারায় পরকীয়ার অভিযোগে আকাশ (২২) নামক এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ এপ্রিল/ ২০২৪) রাত নয়টা’র দিকে শুভডাঙ্গা ইউনিয়নে বাইহাছা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক আকাশ একই ইউনিয়নের বাড়ীগ্রামের বাসীন্দা।
ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইগাছা গ্রামের মাফুজ হাসানের সাথে অভিযুক্ত আকাশ যৌথভাবে স্বর্ণের ব্যবসা করতো।
এ সুবাদে মাহফুজের স্ত্রী আঁখির সাথে পরকীয়ার অভিযোগ ওঠে। সেকারণে তিন মাস পূর্ব থেকে আকাশকে তাদের বাড়ীতে আসতে নিষেধ করা হয়। ব্যবসায়িক কাজে মাহফুজ নাটোরে ছিলেন। মাহাফুজেে পিতা গৃহকর্তা তোফাজ্জল হোসেন মিষ্টার তারাবির নামাজে যান। তার স্ত্রী পাশের বাড়িতে নামাজে যাবেন বলে ছাদে উঠে বসে থাকেন। এই সুযোগে আকাশ বাড়ীতে প্রবেশ করেন। এরপর স্থানীয়রা আকাশকে হাতেনাতে ধরে চড় থাপ্পড় দিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে।
আকাশকে সংবাদ কর্মীরা জিজ্ঞেস করেন কেন এতো রাতে এসেছন ? এমন প্রশ্নের জবাবে আকাশ বলেন, তাঁর রেখে যাওয়া হেয়ার ড্রাইয়ার (চুল শোকানোর যন্ত্র) নেয়ার জন্য এসেছেন।
এতো রাতে বাড়ীতে প্রবেশ ঠিক হয়েছে কী না জানতে চাইলে আকাশ জানান, এভাবে বাড়ীতে প্রবেশ তার ঠিক হয়নি।
অপর অভিযুক্ত আঁখি জানান, যেহেতু লোকজন অপবাদ দিচ্ছেন, সেহেতু তিনি আকাশকে বিয়ে করতে রাজি আছেন। আকাশ ও বিয়েতে সম্মত।
আঁখির সাড়ে ছয় বছরের আতিক হাসান নামে শিশু পুত্র রয়েছে।
প্রতিবেশী এমরান আলী জানান, কিছুদিন পূর্বে আঁখিকে শাসন করলে সে আত্মহত্যার চেষ্টা চালায়। সূত্রে জানা গেছে আখি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর গ্রামের বাসীন্দা। আঁখির বাবার নাম আব্দুল্লা হেল কাফি।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে শান্ত করার চেষ্টা করেন।