ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ডেমরায় দোকানের সাটারের তালা ভেঙ্গে চুরির ঘটনায় ৫ জন আটক,চোরাইমাল উদ্ধার

রাজধানীর ডেমরায় কাপড়ের দোকানের সাটারের তালা ভেঙ্গে চুরির ঘটনায় ৫ জনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ। আটককৃতদের থেকে দুই হাজার গজ পাঞ্জাবীর থান কাপড়,৫০ টি রেডিমেট জিন্স প্যান্টসহ তালা ভাঙ্গার কাজের ব্যবহৃত একটি কাটার প্লাস ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো,মো.বিপ্লব মিয়া (৫০),মো.মামুন মিয়া (৩০),শ্রী রাজন চন্দ্র দাস (২৫),মো.সানি মিয়া (২৮) ও ফয়সাল (২৮)।

মঙ্গলবার ( ৯ এপ্রিল ) সন্ধ্যায় ওয়ারী বিভাগের ডিসি মো.ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ডেমরা থানাধীন শুকুরশী দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেইন গেইটের পূর্ব পাশে আল ইনসাফ টেইলার্স এন্ড ফেব্রিক্স এবং শান্তিবাগ রেনেসা হাইস্কুলের সামনে সালাম প্রধানের বাড়ীর নীচ তলায় বাদীর রুপা টেইলার্সে চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের নামে ডেমরা থানায় দুই মামলা হয়।

ডিসি ইকবাল জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরির ঘটনা স্বীকার করেছে।

আসামীদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ভাবে ডেমরা থানা এলাকা সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন বাসাবাড়ী এবং দোকানপাটে চুরির ঘটনা ঘটিয়ে বিভিন্ন মূল্যমানের মালামাল চুরি করিয়া বেড়ায় বলে তারা স্বীকার করেছে।

তিনি আরও বলেন,গত ৫ এপ্রিল ভোরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা হইতে পলাতক আসামী ফয়সাল মিয়া (২৮) এর মাধ্যমে একটি পিকআপ ভাড়া করে বাদীর দোকানের আশেপাশে অবস্থান করে এবং বাদীর দোকানের তালা ভেঙ্গে পঞ্জাবীর থান কাপড় ২,০০০/- (দুই হাজার) গজ এবং রেডিমেট জিন্স প্যান্ট ৫০ পিছ চুরি করে দক্ষিণ কেরানীগঞ্জ নিয়ে যায়।

এছাড়া গ্রেফতারকৃতরা গত ২০ মার্চ ভোরে ডেমরা থানাধীন কোনাপাড়া শান্তিবাগ একটি দোকানের তালা ভেঙ্গে বিপুল পরিমান থ্রি-পিছ ও থান কাপড় চুরি করে এবং পরবর্তী চোরাই থ্রি-পিছ ও থান কাপড় ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে জানায়।

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটনায় এর প্রেক্ষিতে বিভিন্ন থানায় একাধিক চুরিসহ অন্যান্য মামলা আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ