
বরগুনার আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ওঅসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সোমবার (৮ এপ্রিল) সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১হাজার ১’শ ৯৮ জন অসহায় ও দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালার সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সদস্য সদস্যা বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তষ্ট হয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে সরকারী বিধি মোতাবেক চাল বিতরন করা হয়েছে।