
বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার ৫ শতাধিক প্রতিবন্ধী মানুষের (সুবর্ন নাগরিক) কাছে সোমবার অপরাহ্নে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ পৌঁছে দিয়েছেন বরগুনার নারী সংসদ সদস্য (জাতীয় সংসদ সদস্য-৩১৪) প্রভাষক ফারজানা সুমী। তিনি
প্রতিবন্ধি নারীদের মধ্যে শাড়ি ও লেহেঙ্গা এবং পুরুষদের মাঝে লুঙ্গি বিতরন করেন।সোমবার বেলা আড়াইটায় আমতলী উপজেলা পরিষদ হল রুমে আমতলীর ইউএনও মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।এসময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলীর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্ত মো. ইসা, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার, বাসস- বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী রিপোটার্স ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ,আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খোকন।
আমতলী উপজেলায় বিতরণ শেষে সাংসদ তালতলী উপজেলার প্রতিবন্ধি মানুষকে উপহার সামগ্রি পৌঁছে দেন।