
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার ( ৮ এপ্রিল) রাতে আনুমানিক ২২.৪৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড় নামক স্থানে পাগলা বাজার হতে দক্ষিণ অনন্তপুরগামী রাস্তা থেকে ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের কুখ্যাত দুইজন মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৩২) ও মোঃ সাইফুর রহমান (৩৮) দ্বয়কে ২১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের সাথে যাদের লিংক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্ঠা অব্যাহত রয়েছে।