
পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দকে ভাগাভাগি করতে লালমনিরহাটের কালীগঞ্জে ৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন চাইল্ড এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিইডিএ) নামের একটি সংগঠন।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুষভান্ডার এমসি মোড়ে এলাকায় চাইল্ড এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিইডিএ) কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সিইডিএ এর সাধারণ সম্পাদক তাফসীর-ই-খোদা রুমেল এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিইডিএ এর নির্বাহী পরিচালক এ এস এম রাজিউল ইসলাম ও লালমনিরহাট জেলা ক্লাস্টার কমিটি(কাল্ ব) এর চেয়ারম্যান এলাহান কবীরসহ আরো অনেকে।