ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক

বেতাগীতে শিশুদের নিয়ে মেহেদি উৎসব

আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল ফিতর। ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও। তবুও বঞ্চিত থেকে যায় সমাজের অসহায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুরা। সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে তাদের নিয়ে মেহেদি উৎসব করেছেন বরগুনার স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সদস্যরা।
মঙ্গলবার (৯এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বেতাগী সদর ইউনিয়ন পরিষদের এলাকায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি যুব সংগঠক মোঃ খাইরুল ইসলাম মুন্না। পরে সংগঠনের নারী সদস্যরা প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদির আল্পনায় রাঙিয়ে দেন। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।

কল্পনা আক্তার (৮) নামে এক শিশুর বলে, ‘আপারা আঙ্গর হাতে মেহেদি লাগাইয়া দিছে। এমনে কইরা আঙ্গরে কেউই মেহেদি দেয় নাই আগে। হাতে মেহেদি দিয়া ঈদের আগেই আঙ্গর ঈদের আনন্দ লাগতাছে।’

মেহেদি উৎসবে অংশ নেওয়া তাকওয়া তারিন নুপুর নামের এক তরুণী বলেন, ঈদে সাধারণত ছোট ভাই-বোনদের হাতে মেহেদি দিয়ে আমরা আনন্দ পাই। তবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি রাঙিয়ে দিতে পেরে আরও অনেক ভালো লাগছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ সভাপতি ইশরাত জাহান লিমা বলেন, ঈদ সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। এতে করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মলিন মুখেও নির্মল হাসি ফুটেছে। ঈদকে ঘিরে এভাবেই নিজ নিজ উদ্যোগে অন্যান্যরাও যদি অসহায়, দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে তাহলে সকলের ঈদ হবে আনন্দময়।

উৎসবে আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, মাহি বরহান সিয়াম, বিন্তি, সুমাইয়া আক্তার, শিফা, রিয়া মনি, আদিবা, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ