
খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকলে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায় খুলনা টাউন মসজিদে হতে পারে। আজ ৯ই এপ্রিল মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন,কেএমপি পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম(বার),পিপিএম-সেবা,এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সর্দার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান সহ খুলনার প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
এ ছাড়া খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।খুলনা মহানগরীতে ৬৮ টি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় হবে। এদিকে ঈদ উপলক্ষে নগরীর মার্কেট, রেলস্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল স্থানে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ, যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। নিরাপত্তার স্বার্থে খুলনার বিভিন্ন ঘাট অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।